বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মাগুরা-ঝিনাইদহ সড়কে চলছে না মাগুরার বাস

মাগুরা প্রতিনিধি

মাগুরা-ঝিনাইদহ সড়কে চলছে না মাগুরার বাস

মাগুরা-ঝিনাইদহ সড়কে গত ১৫ দিন ধরে চলছে না মাগুরার অভ্যন্তরীণ বাস। ফলে ভোগান্তিতে পড়েছে মাগুরা জেলার যাত্রীসাধারণ। ঝিনাইদহ বাস মালিক সমিতি মাগুরা বাস মালিক সমিতির বাসগুলো ঝিনাইদহের উপর দিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। এ সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে মাগুরা বাস-মিনিবাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়- মাগুরা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের বাসগুলো দীর্ঘ ২৭-২৮ বছর ধরে মাগুরা-ঝিনাইদহের হাট গোপালপুর, কালিগঞ্জ ও যশোর হয়ে খুলনায় চলাচল করছে। কিন্তু ঝিনাইদহ বাস মালিক সমিতি জোরপূর্বক মাগুরার মালিক সমিতির গাড়িগুলো ঝিনাইদহের আরাবপুর স্ট্যান্ড থেকে বাসগুলো ফিরিয়ে দিচ্ছে এবং বাস চলাচলে নানা ধরনের বভধা সৃষ্টি করছে। এমনকি রিজার্ভ গাড়িগুলোও চলাচল করতে দিচ্ছে না। এর ফলে জেলার ৪ শতাধিক মোটর শ্রমিক ও তাদের  পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মীর আবু সাঈদ, ইছহাক হোসেন মল্লিক, ফুরকানুল হামিদ, বাহারুল ইসলাম, ইমদাদুর রহমান, বাবু মিয়া প্রমুখ।

সর্বশেষ খবর