বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

স্বামী আছেন, তবু নিচ্ছেন বিধবা ভাতা

নাটোর প্রতিনিধি

বনপাড়া পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শরিফুন্নেসা শিরিনের (৪০) স্বামী বেঁচে আছেন। তবু তিনি বিধবা ভাতা তুলে চলেছেন নিয়মিত। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি অভিযোগ করেন, কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন সচ্ছল ও সধবা হওয়া সত্ত্বেও বিধবা ভাতা ভোগ করছেন। শিরিন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের ভাতাভোগী তয়জান বেগম মারা যাওয়ার পর ভাতাভোগীর তালিকায় নিজের নাম বসিয়ে ২০১৪ সালের ১ জুলাই থেকে অদ্যাবধি নিয়মিত ভাতা তুলে আসছেন।

ইউএনও আনোয়ার পারভেজ বলেন, ভাতার কার্ডটি বাতিলসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর