শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

তাল গাছ ঘিরে বেঁচে থাকার স্বপ্ন

বেকারত্ব ঘুচেছে হাজার পরিবারে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

তাল গাছ ঘিরে বেঁচে থাকার স্বপ্ন

গ্রামজুড়ে তাল গাছের সারি। তাল গাছ ঘিরেই বেঁচে আছে গ্রামবাসীর স্বপ্ন। শত বছর ধরে প্রায় হাজার পরিবারের সদস্যরা তাল গাছের আঁশ থেকে টুপি, বিভিন্ন হাঁড়ি পাতিল, ডাইনিং টেবিলের ম্যাট, ফুলদানি, ঘর সাজানোর সৌখিন হস্তশিল্পসহ নানা পণ্য তৈরি করে সংসার পরিচালনা করছেন। তাল গাছই বেকারত্ব ঘুচিয়েছে তাদের। বগুড়ার কাহালু উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণের গ্রাম ‘পাঁচখুর’। এই গ্রামের কাঁচা রাস্তাগুলো পাকাকরণের কাজ চলছে। রাস্তার দুই ধারে সারি সারি তাল গাছ। পাঁচখুর গ্রামের বয়স্ক ব্যক্তিরা জানান, তারা ৬০ বছরের বেশি সময় ধরে এই তালগাছ লাগানো ও কাটার কাজ করে আসছেন। আশি^ন ও কার্তিক মাসে তারা তাল গাছ লাগানো হয়। গাছ বড় হলে ডালের পাতার অংশ কেটে ফেলে বাকি অংশ থেঁতলে করে রোদে শুকিয়ে আঁশ তৈরি করা হয়। সেই আঁশ দিয়েই গ্রামের নারী পুরুষরা তৈরি করেন নানা সৌখিন জিনিসপত্র। হস্তশিল্প কারিগর আশরাফুল ও বকুল জানান, তারা কিশোর বয়স থেকে তালপাতার আঁশ দিয়ে পণ্য তৈরির কাজ দেখে আসছেন।

সর্বশেষ খবর