শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

১২ রোহিঙ্গাকে পুশইনের চেষ্টা, পতাকা বৈঠক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কসবা সীমান্ত দিয়ে গত দুইদিনে ১২ রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। তবে বিএসএফ জানায়, ওই রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। বর্তমানে তারা ভারত-বাংলাদেশ সিমান্তের শূন্য রেখায় ভারতীয় অংশে খোলা আকাশের নিচে অবস্থান করছে।

বিজিবি সূত্র জানায়, গতকাল বিকালে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, ১২ জন রোহিঙ্গার কাছে কিছু কার্ড পাওয়া গেছে যা রোহিঙ্গা হিসাবে কক্সবাজার ক্যাম্পে ইস্যু করা। এই কার্ডগুলো বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করেছে। বিজিবি জানায়, কার্ডগুলো যাচাই-বাছাই করা হবে। যদি নিশ্চিত হই তারা কক্সবাজার ক্যাম্পের রোহিঙ্গা তাহলে প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের ফিরিয়ে নেবো। এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বুধবার রাতে নারী শিশুসহ ১৩ রোহিঙ্গাকে আটক করেছে। তাদের গতকাল কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর