শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

‘দুগ্ধ ভিলেজ বিশাপাড়া’

দিনাজপুর প্রতিনিধি

‘দুগ্ধ ভিলেজ বিশাপাড়া’

‘দুগ্ধ ভিলেজ’ বলে পরিচিত বিশাপাড়া গ্রাম। এ গ্রামেই গড়ে উঠেছে দেশি-বিদেশি প্রজাতির গাভী নিয়ে ছোট-বড় ৭০টি খামার। প্রতিটি খামারে গড়ে ৬-১৫টি দুধ উৎপাদনকারী গাভী রয়েছে। গড়ে এই গ্রামের গাভী থেকে দিনে ৩৯৭ লিটার দুধ উৎপাদন হয়।  হাকিমপুর উপজেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণে বোয়ালদাড় ইউপির বিশাপাড়া গ্রাম। অবহেলিত এই গ্রামের মানুষ দুগ্ধ খামার করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছে। এখন অন্য গ্রামের চেয়ে এই গ্রামে খামারী ও দুধ উৎপাদন বেশি হয়। এ করণে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ২০১৭ সালের ১ জানুয়ারি বিশাপাড়া গ্রামটিকে ‘দুগ্ধ ভিলেজ’ ঘোষণা করে। খামারী বলছেন, দুধ বাজারে বিক্রি করতে গেলে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। এই এলাকায় একটি চিলিং প্লান কেন্দ্র হলে এখানকার খামারীরা ন্যায্য দাম পাবেন বলে মনে করেন।

উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর জানায়, খামারিরা যাতে গাভী লালন-পালন ও পরিচর্যা আধুনিক পদ্ধতিতে করতে পারেন, সে লক্ষ্যে তাদের নিয়ে নিয়মিত উঠান বৈঠক করা হয়। কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিলে মেডিকেল টিম গঠন করে দেওয়া হয় চিকিৎসাসেবা। এছাড়া নিয়মিত কৃমিনাশক ট্যাবলেটসহ কিছু ওষুধও দেওয়া হয়। আগামীতে ডেইরি উন্নয়নের বিশেষ প্রকল্প আসছে। সেটা পাওয়া গেলে খামারিদের আরও উন্নয়ন ঘটবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর