শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সিংড়ায় জলাবদ্ধতা

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার বিলদহর মৎস্যজীবীপাড়ায় সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ পড়েছে হাজারো মানুষ। এলাকাবাসী জানান, বিলদহর মৎস্যজীবীপাড়ায় প্রায় আড়াই হাজার লোকের বাস। তাদের যাতায়াতের জন্য একমাত্র রাস্তাটিতে দুই বছর ধরে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। একটি ড্রেনের অভাবে প্রতি বছর জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে দাবি স্থানীয়দের।

গত কয়েক দিনের বৃষ্টিতে এবারও পানি জমে জলমগ্ন হয়ে পড়েছে মৎস্যজীবী পাড়াটি। পানিবন্দী হয়ে বাসিন্দারা। ভুক্তভোগী নুরুল ইসলাম ও দুলাল সরকার জানান, দুই বছর ধরে জলাবদ্ধতার শিকার হচ্ছেন তারা। মানুষ যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়ছে। দ্রুত এই ভোগান্তির নিরসন চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, ‘অতিবর্ষার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর