শিরোনাম
শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আন্দোলনে দুর্ভোগ পৌরবাসীর

ভালুকা প্রতিনিধি

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে আন্দোলন করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। গত রবিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছেন। টানা ছয় দিন ধরে সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ভালুকা পৌরসভার বাসিন্দারা। ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় পৌর এলাকার অলিগলিতে জমেছে ময়লার স্তূপ। সড়কবাতি জ্বলছে না সময়মত। পৌরসভার দৈনন্দিন কার্যক্রম বন্ধ থাকায় সেবাগ্রহীতারা সেবা নিতে এসে কাজ না করেই ফিরে যাচ্ছেন। ভালুকা পৌরসভার সভাপতি রিগান খান তার ফেসবুকে সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ও সহকর্মীদের সঙ্গে নিয়ে দুটি ছবি আপলোড করেছেন। এতে ক্যাপশনে লিখেছেন- বসে আছি প্রেসক্লাবের সামনে, দাবি আদায় করেই ফিরবো।

তার সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, আমাদের দৃঢ বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ন্যায়সঙ্গত দাবি অতি দ্রুতই মেনে নিবেন। পৌর এলাকার বাসিন্দা কবি ও শিক্ষক শফিকুল ইসলাম খান বলেন, পৌরসভার সব ধরনের সেবা বন্ধ থাকায় আমরা বেশ ভোগান্তিতে পড়েছি। এর ফয়সালা হওয়া দরকার।

সর্বশেষ খবর