শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ব্যাংক কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের সাবেক ডিজিএম নিরেন্দ্রনাথ দাসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করা হয়েছে গ্রাহক প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি দমন কমিশন-দুদকে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রধান কার্যালয়ের একটি সূত্র। দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেবার পর সেই অভিযোগটি আমলে নিয়ে তা তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, নিরেন্দ্রনাথ দাস ফরিদপুরে চাকরিকরাকালীন সময়ে বদলিবাণিজ্য করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। ঋণ দেওয়ার নাম করে ঋণগ্রহীতাদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছেন। তাছাড়া ভুয়া কাগজপত্র দেখিয়ে কয়েকশ ব্যক্তিকে অবৈধ উপায়ে ঋণ দিয়েছেন বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া ব্যাংকের গাড়ি তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি করেছেন।

এ বিষয়ে নিরেন্দ্রনাথ দাস বলেন, ‘আমার বিরুদ্ধে একটি পক্ষ মিথ্যা প্রচারণায় নেমেছে। দুদকসহ বিভিন্ন স্থানে যেসব অভিযোগ দেওয়া হয়েছে তা বানোয়াট।’ সোনালী ব্যাংক ফরিদপুর জেনারেল ম্যানেজারের কার্যালয়ের জিএম আবদুল আজিজ জানান, দুর্নীতির বিষয়টি তিনি শুনেছেন।

সর্বশেষ খবর