রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

‘দিনাজপুরে শিগগিরই পাইপ লাইনে গ্যাস’

দিনাজপুর প্রতিনিধি

‘দিনাজপুরে শিগগিরই পাইপ লাইনে গ্যাস’

গ্রিন এলপিজি অটোগ্যাস স্টেশন উদ্বোধনের পর মোনাজাত -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরে শিগগিরই পাইপ লাইনে গ্যাস আসছে। ইতোমধ্যে তা অনুমোদন হয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ‘ঐতিহাসিক রামসাগরকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দিনাজপুর পৌরসভার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে আড়াইশ কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। অচিরেই তা বাস্তবায়ন হবে। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ রোডে গ্রিন এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভারশন সেন্টার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র‌্যাব-১৩ দিনাজপুর কমান্ডার সিদ্দিক আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুশান্ত সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার। এরপর বেলা সাড়ে ১১টার দিকে হুইপ জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ’ এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। জিলা স্কুল অডিটোরিয়ামে এ অনষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম।

সর্বশেষ খবর