রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ময়লা-আবর্জনায় নাকাল পৌরবাসী

প্রতিদিন ডেস্ক

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার দাবিতে সারা বাংলাদেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও আন্দোলন চলছে এ মাসের ১৪ জুলাই থেকে। ফলে এক সপ্তাহ ধরে শেরপুর পৌরসভার পানিসেবা ছাড়া সব নাগরিকসেবা বন্ধ আছে। এ আন্দোলন ও কর্মবিরতির ফলে পৌরসভায় ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়েছে। সারা শহরে পলিথিন, কাগজ ও নানা আবর্জনায় সায়লাব হয়ে গেছে। ডাস্টবিনগুলোতে ময়লা উপচে পড়ছে। নাক ধরে কোনোরকমে রাস্তা পার হচ্ছে পথচারীরা। সদ্য শেষ হওয়া অতিবৃষ্টির ফলে ড্রেন, পুকুর ও পরিত্যক্ত জলাশয় থেকে উঠে আসা বিষাক্ত আবর্জনা মানুষের পায়ের সঙ্গে মিশে বাসাবাড়িতে চলে যাচ্ছে। বেড়েছে মশার অত্যাচার। শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আবু লায়েস বজলুল করিম জানিয়েছেন, নাগরিকদের কষ্ট দেওয়া কাম্য নয়। যৌক্তিক দাবিতে আন্দোলন হচ্ছে। সরকার দাবি মেনে নিলেই কর্মকর্তা-কর্মচারীরা তাদের কাজে ফিরে যাবে। দাউদকান্দিতে জনদুর্ভোগ চরমে :কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দাউদকান্দি পৌরসভার কার্যালয়ের প্রধান গেটের তালা লাগিয়ে তাদের কর্মসূচি পালন করছে। গত ১৪ জুলাই থেকে ট্রেড লাইসেন্স, ময়লা পরিষ্কার-পরিছন্ন, পানি, বিদ্যুৎ ইত্যাদি সব কাজ বন্ধ রাখায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দাউদকান্দি পৌরসভার সচিব মনিরুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি বলেন দেশের ৩২৭টি পৌরসভায় ৩৫ হাজারের কিছু বেশি কর্মকর্তা কর্মচারী রয়েছেন। বেতন-ভাতা রাজস্ব খাতে স্থানান্তর করার দাবিতে আন্দোলন চলছে। পৌর ইঞ্জিনিয়ার কামরুজ্জামান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পূর্ত বিদ্যুৎ ও যান্ত্রিক শাখার ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আহাদ বলেন, পৌরনাগরিকদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। পৌর প্রশাসনিক কর্মকর্তা শংকর চন্দ্রদাস বলেন, আমরা সবসময় জনস্বার্থে কাজ  করে আসছি। আশাকরি সরকার আমাদের সব দাবি মেনে নিবে। 

সর্বশেষ খবর