রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দুর্ভোগ মেনে নিয়ে দুই সড়কে চলাচল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দুর্ভোগ মেনে নিয়ে দুই সড়কে চলাচল

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ ও ওমরপুর-তালোড়া সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। এই দুটি সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত মনুষ। দুর্ভোগ মাথায় নিয়ে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। আসন্ন ঈদুল আযহার আগে সড়কটি মেরামত করা জরুরি বলে মনে করছেন যাত্রীরা। সরেজমিনে দেখা যায়, নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কটি খানাখন্দে ভরা। ছোট-বড় গর্তের কারণে অনেকটা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একই অবস্থা ওমরপুর-তালোরা সড়কেরও। সড়ক দুটির অনেক স্থানে পিচ উঠে গেছে। এর অবস্থায়ই সড়ক দুটি দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে যাত্রী ও পণ্যবাহী গাড়ি। প্রায়ই সড়কের গর্তে যানবাহন বিকল হয়ে যাওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। ফলে উপজেলার প্রধান দুটি সড়কে চরম জনভোগান্তি পোহাতে হচ্ছে। সিএনজি অটোরিকশাচালক আব্দুর রউফ রাজু জানান, খানাখন্দের কারণে মাঝেমধ্যেই সিএনজিসহ বিভিন্ন যান নষ্ট হয়ে যায়। আয়ের একটি বড় অংশ চলে যায় যানবাহন রক্ষণাবেক্ষণ খাতে। তাছাড়া খানাখন্দের কারণে যাত্রীদেরও সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জুয়েল বলেন, যানবাহনের ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যায়। সড়কটি দিয়ে যাতায়াত করতে ইচ্ছা কওে না। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কাথম-কালিগঞ্জ সড়টি বেহাল। কখনো ইট-খোয়া দিয়ে খানাখন্দ দায়সারাভাবে ভরাট করা হলেও সপ্তাহ যেতে না-যেতেই আগের অবস্থায় ফিরে যায়। বগুড়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ইতিমধ্যে নন্দীগ্রামের কাথম-কালিগঞ্জ ও ওমরপুর তালোড়া সড়কের জন্য  ১৬০ কোটি টাকার টেন্ডার হয়েছে। বর্ষার পরই কাজ শুরু করা হবে। কুরবানির ঈদ সামনে রেখে সড়কে যেখানে বড় বড় গর্ত হয়েছে, সেসব স্থান ইট দিয়ে ভরাট করা হবে।

সর্বশেষ খবর