রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

‘কাঁচা মরিচোত খুব ঝাঁজ বাহে’

বদরগঞ্জ প্রতিনিধি

‘কাঁচা মরিচোত খুব ঝাঁজ বাহে’

‘হামার বাড়িত সদস্য সংখ্যা ১৪ জন। ৩ দিনে মোর বাড়িত মরিচ নাগে দেড় কেজি করি। কিন্তু কাঁচা মরিচ নিবার আসি মোর মাথা খারাপ হয়া গেইছে। দোকানদার মরিচের কেজি চাওছে ১৬০ টাকা। বাধ্য হয়া মুই ১ পোয়া মরিচ কিননু ৪০ টাকা দিয়া। কাঁচা মরিচোত খুব ঝাঁজ বাহে।’ গতকাল বাজারে কাঁচা মরিচ কিনতে আসা রংপুরের বদরগঞ্জ উপজেলার কাঁচাবাড়ি গ্রামের রফিকুল ইসলাম। বাজারে কাঁচা মরিচের দাম বেড়েই চলেছে। সাধারণ ভোক্তরা পড়েছেন বিপাকে। রান্নার অত্যাবশ্যকীয় উপাদান-কাঁচা মরিচ না কিনেও উপায় নেই। দাম চড়া হওয়ায় অনেকে প্রয়োজনের তুলনায় কম কিনছেন। বদরগঞ্জ উপজেলার নাওপাড়া গ্রামের মরিচ চাষি মেনহাজুল ইসলাম জানান, বর্ষার কারণে মরিচ গাছের ফুল নষ্ট ও গাছ মরে যাওয়ায় মরিচের উৎপাদন কমে গেছে। পাইকাড়ি বাজারে প্রতি কেজি মরিচ ৯৫-১১০ টাকায় বিক্রি করছি। খুচরা বাজারে কেজিপ্রতি মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা। কাঁচামাল ব্যবসায়ী মাহাবুব মিয়া জানান, কয়েকদিন ধরে কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি করছি।

সর্বশেষ খবর