রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এইচএসসি পাস করলেন সেই নাইচ খাতুন

বাবার কোলে পরীক্ষাকেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

এইচএসসি পাস করেছেন বাবার কোলে চড়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়া সেই নাইচ খাতুন। প্রতিবন্ধকতা জয় করে এবার বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখি মহাবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া নাইচ সিজিপিএ ২ দশমিক ৭৫ পেয়েছেন। তিনি মানবিক বিভাগের শিক্ষার্থী। বগুড়ার ধুনট উপজেলার দরিদ্র পরিবারের মেয়ে নাইচ। তার দুটো পা থাকলেও তা কাজ করে না। ডান হাতেও নেই শক্তি। সম্বল বাঁ হাত। বাঁ হাতে লিখেই পাস করেছেন তিনি। নাইচের বাবা নজরুল ইসলাম জানান, তার মেয়ে জন্ম থেকে প্রতিবন্ধী। দুটো পা ও একটি হাত অচল। তারপরও লেখাপড়ার প্রবল ইচ্ছা মেয়ের। ছোটবেলা থেকে মা নাইচকে কোলে নিয়ে বিদ্যালয় ও কলেজের বেঞ্চে বসিয়ে দিয়েছেন।

ক্লাস শেষে একইভাবে বাড়ি নিয়ে এসেছেন। এভাবেই সে ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় ৩ দশমিক ৫৫ পেয়েছে। চলতি বছর এইচএসসি পরীক্ষা চলাকালে আমি তাকে কেন্দ্রে পৌঁছে দিয়েছি। আর্থিক অসচ্ছলতার কারণে তাকে লেখাপড়া করাতে অনেক কষ্ট হচ্ছে। তবুও মেয়ের স্বপ্ন পূরণের চেষ্টা করছি। নাইচ বলেন, ‘আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। বাঁ হাত দিয়ে শিক্ষাজীবন শুরু করে এবার এইচএসসি পাস করেছি। লেখাপড়া করে আদর্শ শিক্ষক হতে চাই।’

সর্বশেষ খবর