শিরোনাম
রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভবন মেরামত দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীর নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ ভবনের জরাজীর্ণ টিনের চালা ও টয়লেট মেরামত এবং শ্রেণিকক্ষে বিদ্যুৎ সংযোগের দাবিতে ক্লাস বর্জন ও অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে তারা শ্রেণি কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করে। গতকাল বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, ভবনের বেহাল দশার কারণে স্থানীয় দুষ্কৃতকারীরা রাতে ভিতরে ঢুকে জুয়ার আসর বসায়। নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাতেমা খাতুন জানান, সভাপতি সাহেব ঢাকায় আছেন। তিনি এলে মিটিং করে শ্রেণিকক্ষ মেরামত ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর