মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

‘সশস্ত্র সন্ত্রাসীরা বনায়ন বাধাগ্রস্ত করছে’

রাঙামাটি প্রতিনিধি

সশস্ত্র সন্ত্রাসীরা পার্বত্যাঞ্চলের বনায়ন ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেছেন, অপরিকল্পিত বন উজাড় হওয়ার কারণে পাহাড়ধসের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষকে অবৈধ অস্ত্রের মুখে জিম্মি করে সশস্ত্র সন্ত্রাসীরা বন উজাড়ের উৎসবে মেতেছে। তাই পার্বত্যাঞ্চলের সংরক্ষিত বনাঞ্চল আজ হুমকির মুখে। পাহাড়ও হারিয়েছে পরিবেশের ভারসাম্য। সন্ত্রাসীদের কাছ থেকে পাহাড় ও বন রক্ষা করতে হলে প্রশাসনের সঙ্গে স্থানীয়দেরও ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সোমবার বেলা ১২টায় রাঙামাটি পৌর চত্বরে জেলা প্রশাসনের সহায়তায় ও বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনীয় অনুষ্ঠানে সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন। রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সফি কামালের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবির, রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক পনব ভট্টাচার্য ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর