মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

হাবিপ্রবির খামার থেকে চার ময়ূরছানা চুরি

দিনাজপুর প্রতিনিধি

হাবিপ্রবির খামার থেকে চার ময়ূরছানা চুরি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) খামার থেকে ময়ূরের চারটি বাচ্চা চুরি গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমল সায়েন্স অনুষদের ২ নম্বর অডিটোরিয়ামের পাশে পশু-পাখির খামারে রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

জাতীয় চিড়িয়াখানা থেকে গবেষণা কাজের জন্য হাবিপ্রবি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমল সায়েন্স অনুষদের চিড়িয়াখানায় তিনটি ময়ূর দেওয়া হয়। এক মাস ১৮ দিন আগে সেগুলোর মধ্যে একটি ময়ূরী চারটি বাচ্চা দেয়। খামারের কর্মচারী জয় জানান, ময়ূরের বাচ্চাগুলোকে রবিবার রাতে তিনি একটি কক্ষে রেখে দরজায় তালা দিয়ে বাড়ি যান। সোমবার সকালে এসে ওই কক্ষের দরজার তালা ভাঙা দেখতে পান। ভিতরে ঢুকে দেখেন ময়ূরের বাচ্চাগুলো নেই। বিষয়টি সঙ্গে সঙ্গে প্রধান গবেষক ও জেনেটিক্স অ্যান্ড অ্যানিমল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল গাফফার মিয়াকে জানান। ড. আবদুল গাফফার মিয়া জানান, ‘হাবিপ্রবি ক্যাম্পাসের ভিতরে খামার থেকে ময়ূরের বাচ্চা চুরি আমাকে হতবাক করেছে। বড় তিনটি ময়ূরকে আলাদা জায়গায় এবং বাচ্চাগুলোর জন্য ভালো ব্যবস্থা করে আলাদাভাবে রাখা হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর