বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই কার্পেটিং

নাটোর প্রতিনিধি

সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই কার্পেটিং

নাটোর শহরে সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি রেখেই কার্পেটিং করা হয়েছে। ৮-১০টি খুঁটি রয়েছে রাস্তার মাঝখানে। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। এ নিয়ে সড়ক ও জনপথ বিভাগ এবং নেসকো একে অপরকে দায়ী করছে। সরেজমিনে দেখা যায়, শহরের কানাইখালি থেকে আলাইপুর পর্যন্ত সড়কে বিভিন্ন স্থানে ৮-১০টি বিদ্যুতের খুঁটি রয়েছে। রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে এ সব খুঁটি পড়েছে সড়কের মাঝখানে। খুঁটির ওপর ৩৩ হাজার ভোল্টের লাইনসহ বিভিন্ন বাসা-বাড়ি, অফিসের সংযোগ রয়েছে। খুঁটি না সরিয়েই গত সোমবার থেকে রাস্তার কার্পেটিং শুরু হয়েছে। সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি রেজাউল করিম রেজা বলেন, ‘শহরের হরিশপুর বাইপাস থেকে বেলঘরিয়া বাইপাস পর্যন্ত রাস্তাটি নির্মাণের শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছে। নাটোর সওজের নির্বাহী প্রকৌশলী জাবেদ পাটেয়ারী বলেন, ‘নেসকোকে বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য আমরা টাকাও দিয়েছি। তারা খুঁটি সরায়নি। বাধ্য হয়ে রাস্তার মধ্যে খুঁটি রেখে কার্পেটিং করা হচ্ছে।’ নেসকোর আবাসিক প্রকৌশলী সুব্রত কুমার বলেন, সড়ক ও জনপথ রাস্তার পাশে জায়গা দেখিয়ে না দেওয়ার কারণে খুঁটি সরানো সম্ভব হয়নি। কারণ ৩৩ হাজার ভোল্টের লাইন-তো আর মানুষের বাড়ির উপর দিয়ে টানা যায় না।’ তিনি আরও বলেন, বৈদ্যুতিক খুটি সরানোর জন্য ৭৫ লাখ টাকা দিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর। এরমধ্যে ২০ লাখ টাকা রয়েছে সরঞ্জাম ক্রয়ের জন্য। এর আগে আমরা যখন খুঁটি সরানোর কথা বলেছি, তখন তারা (সওজ) বলেছে বর্ধিত হলে তারা জায়গা দেখিয়ে দেবে। এখন তারা রাস্তার মধ্যে খুঁটি রেখেই কার্পেটিং করছে।’

সর্বশেষ খবর