বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নুসরাতকে পুড়িয়ে হত্যা, সাক্ষ্য দিলেন আসামি পপির চাচি

ফেনী প্রতিনিধি

বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি উম্মে সুলতানা পপির চাচি মোসাম্মৎ রাবেয়া আক্তারসহ চারজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। অন্য তিন সাক্ষী হলেন মো. ফজলুল করিম, মোয়াজ্জেম হোসেন ও মো. জাফর ইকবাল। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। গতকাল ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত বুধবার (আজ) পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ ছয়জন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত এ মামলায় ৪১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা-বেষ্টনীর মধ্য দিয়ে মামলার ১৬ আসামিকে জেলা কারাগার থেকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়। সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে নুসরাতকে যৌন হয়রানি করার অভিযোগে মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার। মামলাটি তুলে না নেওয়ায় ৬ এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেলে নুসরাত মৃত্যুবরণ করেন।

সর্বশেষ খবর