শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রাকের নিচে

প্রতিদিন ডেস্ক

মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রাকের নিচে

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মারা গেছেন গ্রামীণফোনের এক কর্মকর্তা। এছাড়া দুই জেলায় সড়কে প্রাণ গেছে এক কলেজছাত্রসহ তিনজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- বগুড়া : মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন রবিউল ইসলাম (৩৫) নামে গ্রামীণফোনের এক কর্মকর্তা। তিনি বগুড়া সদরের গোবরধনপুর গ্রামের নজমুল হোসেনের ছেলে। বগুড়া-নওগাঁ মহাসড়কে বগুড়া সদরের এরুলিয়া নামক স্থানে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, রাতে এক সহর্কমীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে এরুলিয়া বাজারের শম্ভু ফ্লাওয়ার মিলের কাছে ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত মোটরসাইকেলের পেছন থেকে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে একটি ট্রাক রবিউলকে চাপা দেয়। বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল এলাকায় বুধবার দিবাগত রাতে মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে নিহত হন মুন্না হক (১৭) নামে এক কলেজছাত্র।  এ সময় আহত হন আরও দুজন। তাদের মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত মুন্না মোরেলগঞ্জে উপজেলার ব্যবসায়ী সামছুল হক হাওলাদারের ছেলে ও স্থানীয় এআর খান ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। দুঘটনার সময় মুন্না দুই বন্ধুকে নিয়ে নিজের মোটরসাইকেলে মোরেলগঞ্জ উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। ভালুকা : ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় রিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার অবদার মোড় নামক স্থানে।

সর্বশেষ খবর