শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা
বনপাড়া বাইপাস সড়ক সংস্কার

কাজে ধীরগতিতে দুর্ভোগ

নাটোর প্রতিনিধি

কাজে ধীরগতিতে দুর্ভোগ

বনপাড়া বাইপাস সড়কের সংস্কার কাজ চলছে -বাংলাদেশ প্রতিদিন

বৃহত্তর রাজশাহীর প্রবেশদ্বার নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে আরসিসি ঢালাই কাজে ধীরগতির কারণে পথচারীসহ যান চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভিযোগ আছে ঢালাই কাজে নি¤œমানের সামগ্রী ব্যবহারেরও। প্রায় চার মাস ধরে গুরুত্বপূর্ণ এ স্থানটিতে সংস্কার কাজ চলায় যানজট এখানে নিত্যসঙ্গী। এছাড়া একই লেনে সব যান চলায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, গত রোজার অনেক আগে কাজ শুরু হয়েছে। ঠিকাদারের গাফিলতির কারণে এখনও শেষ হয়নি। এছাড়া নি¤œমানের উপকরণ দিয়ে ঢালাই দেওয়ায় রাস্তাটি বেশিদিন টিকবে না। নাটোর সড়ক ও জনপথ-সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, ‘বিষয়টি নিয়মিত তদারক করছি। ঈদের আগে মহাসড়ক চালু করার চেষ্টা চলছে।’

জানা যায়, নাটোর-পাবনা-খুলনা এবং বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের সংযোগস্থল বনপাড়া বাইপাস মোড়। প্রতিদিন এ রাস্তায় দক্ষিণাঞ্চলসহ বৃহত্তর রাজশাহীর হাজার হাজার যান চলাচল করে। দীর্ঘদিন ধরে বাইপাস মোড় এলাকার রাস্তা ভেঙে যান চলাচলে দুর্ভোগ সৃষ্টি হওয়ায় মোড়ের তিনটি সড়ক আরসিসি ঢালাই করার সিদ্ধান্ত নেয় সওজ। চুক্তি অনুযায়ী গত ৩০ মে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। নির্ধারিত সময়ের প্রায় দেড় মাস পরও কাজ শেষ হয়নি। বৃষ্টির আগে সংস্কার কাজ শেষ না হওয়ায় বেড়েছে দুর্ভোগ। মহাসড়কের এক লেন উপড়ে ঢালাই কাজ করায় বাকি এক লেন দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করছে। গত চার মাসে এখানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর