শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভুল চিকিৎসায় মৃত্যু স্থানীয়দের ক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর শহরের আনাসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলায় রেশমা খাতুন বিজলী নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার রাতে রেশমার চাচা রমজান আলী চিকিৎসক ফারজানা ইয়াসমিন জলিকে প্রধানসহ চারজনের নাম উল্লেখ ও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে বিরামপুর থানায় মামলা করেছেন। মারা যাওয়ার ঘটনাটিও ঘটে বুধবার রাতে। মৃত রেশমা বিরামপুর পৌর শহরের আবু তালেবের স্ত্রী। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, রেশমা খাতুন বিজলীর জরায়ুতে সমস্যার কারণে বুধবার সকালে আনাসা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসক ফারজানা ইয়াসমিন জলি জরায়ু অপারেশনের কথা বলে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। অপারেশন থিয়েটারেই রেশমার মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্লিনিক ঘেরাও করে ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবিতে বিক্ষোভ করে। পুলিশ পরিস্থিতি শান্ত করে। বিরামপুর থানার ওসি জানান, প্রধান আসামিকে গ্রেফতার ও লাশ মর্গে পাঠানো হয়েছে।

আটক ফারজানা ইয়াসমিন জলিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের কাগজপত্র কেউ দেখাতে না পারায় সাময়িকভাবে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর