শিরোনাম
শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সংঘবদ্ধ চক্রে উধাও সড়কের গাছ

পঞ্চগড় প্রতিনিধি

সংঘবদ্ধ চক্রে উধাও সড়কের গাছ

কেটে রাখা গাছ -বাংলাদেশ প্রতিদিন

পঞ্চগড়ের দেবীগঞ্জে সংঘবদ্ধ একটি চক্রের হাতে উধাও হচ্ছে দুটি সড়কের ১২ কিলোমিটার এলাকার গাছ। অভিযোগ আছে, ৬-৭ বছর ধরে তারা কয়েক কোটি টাকার সরকারি গাছ কেটে বিক্রি করেছে। এই চক্রের সঙ্গে কাঠ ব্যবসায়ী, স-মিল মালিক ও স্থানীয় জনপ্রতিনিধি জড়িত বলে দাবি এলাকাবাসীর। সম্প্রতি ঝড়-বৃষ্টিতে উপড়ে পড়ার অজুহাত দেখিয়ে চক্রটি প্রায় ৫০টি গাছ কেটে বিক্রির চেষ্টা করলে স্থানীয়রা কয়েকজনকে আটক করে। দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি বাজার থেকে দক্ষিণে সলিমনগর পর্যন্ত ৬ কিলোমিটার এবং পশ্চিমে বিনতের মোড় হয়ে বাহাদুর বাজার পর্যন্ত ৬ কিলোমিটার সড়কটি এখন গাছশূন্য হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন ৬-৭ বছর আগেও সড়ক দুটির দুপাশে ছিল বিভিন্ন প্রজাতির সারি সারি গাছ। এখন চিত্র ঠিক উল্টো। সম্প্রতি ঝড়ো বৃষ্টির সময় সংঘবদ্ধ চক্রের সদস্য গাছ কাটলে স্থানীয়রা ক্ষুব্ধ হন। গাছসহ কয়েকজনকে আটক করেন। এ সময় অভিযুক্তদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতিও হয়। তাদের হামলায় সুন্দরদিঘি ইউপি সদস্য আবু সিদ্দিক আহত হন। স্থানীয় স্কুলশিক্ষক হুমায়ুন কবীর বলেন, ‘রাস্তার দুই পাশের নয়নাভিরাম গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। এটি পরিবেশের জন্যও হুমকি। পঞ্চগড় জেলা পরিষদ সদস্য হারুন উর রশিদ বলেন, ‘কিছু ইউপি সদস্য ও গাছ ব্যবসায়ী সিন্ডিকেট করে রাস্তার গাছগুলো কেটে শেষ করছে। এদের কঠোর শাস্তি হওয়া দরকার।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোমিনুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ৪১টি গাছের লগ জব্দ করেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি পরবর্তি ব্যবস্থা নেবেন। ইউএনও প্রত্যয় হাসান বলেন, ‘সড়কের গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। উপজেলা প্রকৌশলী গাছগুলো জব্দ করেছেন। অবৈধভাবে কেউ সড়কের গাছ কাটলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর