শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

গৃহকর্মী হত্যায় তিন জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে গৃহকর্মী রেখা খাতুন হত্যা মামলায় গৃহকর্তাসহ তিনজনের যাবজ্জীবন কারাদ-, প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদ- দিয়েছে আদালত। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী গতকাল এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন- দৌলতপুর উপজেলার মইশাডাঙ্গা গ্রামের নজের আলীর ছেলে হাসেম সরদার (৪৫), শিতলীপাড়ার লস্কর মালিথার ছেলে গৃহকর্তা মোফাজ্জেল হোসেন ওরফে মুফাজ (৭০) ও আকরামুল হক ওরফে আকেম (৪০)। আদালত সূত্রে জানায়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর সন্ধ্যায় প্রতিবেশী হাসেম সরদার রেখা খাতুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মোফাজ্জেল হোসেনের হাতে তুলে দেন। পরদিন সকালে স্থানীয় একটি কলা বাগানের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। এ ঘটনায় নিহতের বাবা রুস্তম আলী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর