শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আরও ৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

নুসরাত হত্যা মামলা

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় চার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। এরা হলেন- এমদাদ হোসেন পিংকেল, মো. শাহজাহান, মো. আবুল কাশেম ও মো. সেলিনুর রেজা। পরে আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। গতকাল ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত রবিবার পর্যন্ত মূলতবি করা হয়েছে। রবিবার ৭ সাক্ষী সাক্ষ্য প্রদান করবেন। এরা হলেন, মোশারফ হোসেন, মো. গোলাম মাওলা, মনির হোসেন, কারারক্ষী মো. শাহ নেওয়াজ, কারারক্ষী মো. রিপন, কারারক্ষী ছবি রঞ্জন ত্রিপুরা, জেল সুপার মো. রফিকুল কাদের। এমদাদ হোসেন পিংকেল জানান, ৮ এপ্রিল শামিমের বড় ভাই তাকে ফোন করে বলেছিল শামিম তার সঙ্গে দেখা করবে। পরে শামিম তার সঙ্গে যোগাযোগ করে বাসায় একটি মোবাইল ফোন রেখে যায় এবং বলে পরে নিয়ে যাব। পরবর্তীতে পিবিআইর কর্মকর্তারা ২৮ এপ্রিল শামিমকে নিয়ে আমার বাসায় যায় এবং মোবাইল ফোনটি জব্দ করে। মাদ্রাসার সামনের হোটেল ব্যবসায়ী মো. শাহজাহান বলেন, পিবিআইর কর্মকর্তারা ৪ মে দুপুরে আমাকে অনুরোধ করে মাদ্রাসার পুকুর থেকে শামিমের ব্যবহৃত বোরকাটি উদ্ধার করে দিতে, পরবর্তীতে তা জব্দ করে। আমি জব্দ তালিকায় স্বাক্ষর করি। মাদ্রাসার শিক্ষক আবুল কাশেম বলেন, বোরকা উদ্ধারের সময় আমিও ছিলাম। জব্দ তালিকায় স্বাক্ষর করি। শিক্ষক সেলিনুর রেজা বলেন, ৫ মে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইন তাকে বলেন, ৩৯৬ নম্বর টেস্ট পরীক্ষার খাতা বের করে দিতে। আমি বের করে দিলে পিবিআই খাতাটি জব্দ করে। আমি জব্দ তালিকায় স্বাক্ষর করি।

সর্বশেষ খবর