শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

প্রভাব খাটাতে এসে ৪৬ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের উপনির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ৪৬ জনকে আটক করা হয়েছে। গতকাল সকালে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযোগ আছে, আটক ৪৬ যুবক কাউন্সিলর প্রার্থী মাসুদ করিম টিটুর পক্ষে কাজ করতে বাকলিয়া যাচ্ছিল। নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান বলেন, ‘সকালের দিকে দুইটি বাসে করে পটিয়া উপজেলা থেকে ৪৬ জন যুবক চট্টগ্রাম শহরের বাকলিয়ার দিকে আসছিল। এমন সংবাদে পুলিশের একটি টিম সেখানে অবস্থান নেয়। পরে দুইটি বাস থেকে তাদের সবাইকে আটক করা হয়। আটকরা সবাই বহিরাগত। তাদের কেউ বাকলিয়া এলাকার ভোটার নন। মূলত কেন্দ্রে প্রভাব বিস্তার করতেই তারা গ্রাম থেকে বাকলিয়ায় যাচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ৪৬ যুবক এক প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করার জন্য গ্রাম থেকে বাকলিয়ায় আসার কথা স্বীকার করেছে।’

সর্বশেষ খবর