শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা। গতকাল দুপুরে উপজেলার রাজাপুর বাজারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে নির্যাতিত বাবুল আক্তারের বড় ভাই গোলাম মোস্তফা, এলাকাবাসী মোবারক হোসেন ও শাহীন আলম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গত ১৯ জুলাই উপজেলার আস্তিকপাড়ার বাসিন্দা কমিউনিটি পুলিশ বাবলু আক্তারের চার বছরের ছেলে হারেজের প্রতিবেশী জয়নালের ছেলে বোরহানের খেলাধুলার এক পর্যায়ে হাতাহাতি হয়। ২২ জুলাই জয়নাল গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আবদুস সালাম খানের কাছে বিচার দাবি করেন। চেয়ারম্যান মীমাংসা করতে অপারগতা প্রকাশ করে তাকে থানায় পাঠান। বড়াইগ্রাম থানার এসআই আশরাফ আলী মীমাংসার কথা বলে ভুক্তভোগী বাবলুকে থানায় ডেকে নিয়ে ১ লাখ টাকা দাবি করে। অন্যথায় বাবলুর ছেলেকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন ওই এসআই। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এসআই আশরাফ আলী তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্বজনরা বাবলুকে সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বাবলুর বড়ভাই মোস্তফা পুলিশ সুপার বরাবর অভিযোগপত্র দাখিল করেছেন। অবিলম্বে দোষী এসআইয়ের বিচার দাবি করেন বক্তারা।

সর্বশেষ খবর