রবিবার, ২৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সেবা মিলছে না মেহেরপুর বক্ষব্যাধি ক্লিনিকে

মেহেরপুর প্রতিনিধি

সেবা মিলছে না মেহেরপুর বক্ষব্যাধি ক্লিনিকে

ডাক্তারসহ অন্যান্য জনবল সংকটের কারণে মেহেরপুর বক্ষব্যাধি ক্লিনিকে চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছে মানুষ। বক্ষব্যাধিতে আসা রোগীরা ডাক্তারের পরিবর্তে ফার্মাসিস্টের কাছে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। জানা যায়, মেহেরপুর বক্ষব্যাধি ক্লিনিকে চিকিৎসক-কর্মচারীর ১৬ পদের বিপরীতে আছেন মাত্র সাতজন। এ সাতজন হলেনÑ ফার্মাসিস্ট, রেডিওগ্রাফি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও পরিচ্ছন্ন কর্মী। রেডিওগ্রাফি মমিনুল হক একই সঙ্গে জিন এক্সপার্ট ও ল্যাবরেটরি দায়িত্ব পালন করছেন। ২০১৪ সাল থেকে মেডিকেল অফিসার পদটি শূন্য। বর্তমানে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ে মেডিকেল অফিসার একেএম ফয়সাল কবির (অতিরিক্ত দায়িত্ব) এই হাসপাতালে আছেন। কিন্তু এই কর্মকর্তার কক্ষ সব সময় তালাবদ্ধ পাওয়া যায়। ফয়সাল কবির জানান, তিনি এক সঙ্গে তিনটা পদের দায়িত্বে আছেন। একই সময় তিন স্থানে থাকা সম্ভব না। এজন্য বক্ষব্যাধির ফার্মাসিস্ট আবদুল মতিনকে চিকিৎসা দেওয়ার দায়িত্ব দিয়েছেন তিনি। ফয়সাল কবির বলেন, ‘ফার্মাসিস্ট আবুল মতিন শুধু তার নিজ গ্রামে রোগীদের চিকিৎসা দেন।’ এভাবে চিকিৎসা দেওয়া আইনসম্মত কিনা এই প্রশ্নের উত্তরে ফয়সাল কবির বলেন এ রকম কোনো অনুমতি নেই। হাসপাতালে আবদুল মতিনের কক্ষে গিয়ে দেখা যায়, তিনি একজন মেডিকেল অফিসারের মতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। মেহেরপুরে সিভিল সার্জন ডাক্তার শামীম আরা নাজনীন বক্ষব্যাধি ক্লিনিকের ফার্মাসিস্ট রোগীদের চিকিৎসা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘অতি শিগগিরই চিকিৎসকের শূন্য পদ পূরণ হবে।’

সর্বশেষ খবর