বুধবার, ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মিথ্যা অভিযোগে মামলা দিয়ে মানুষ হয়রানি!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় মিথ্যা অভিযোগে মামলা দিয়ে একের পর এক মানুষ হয়রানির অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলার সদর উনিয়ননের আশকা গ্রামবাসী। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও ময়মনসিংহ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী কয়েকজন জানান, নাসিমা তার ভাই রমিজ খান অপহরণ হয়েছে এমন নাটক সাজিয়ে স্থানীয় ৯ ব্যক্তির বিরুদ্ধে ভালুকা থানায় মামলা করেছিলেন। পরে ওই ব্যক্তিরা বিভিন্ন মেয়াদে হাজতবাসও করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে পিবিআই ও সবশেষ ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে ৯ ব্যক্তিকেই নির্দোষ উল্লেখ করে প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বলা হয়, ‘নাসিমার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধ থেকে তিনি অপহরণের ঘটনা সাজিয়েছেন’। স্থানীয় আবুল খান বলেন, ‘নাসিমা এলাকার মানুষকে অনেক নির্যাতন করেছে। নূর জাহান নামে এক গৃহবধূ বলেন, ‘সব কাগজপত্র থাকার পরও নাসিমা আমাদের ১৪ শতাংশ জমি দখলে রেখেছে।’ অভিযুক্ত নাসিমা বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আমাকে নিরীহ পেয়ে এলাকার লোকজন ঝামেলায় ফেলতে চায়’। ভালুকা মডেল থানার ওসি জানান, নাসিমার বিরুদ্ধে এলাকার মানুষের অনেক অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখা হবে।

সর্বশেষ খবর