বুধবার, ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভোলায় ডেঙ্গু পরীক্ষার ডিভাইস নেই

ভোলা প্রতিনিধি

ভোলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বর পরীক্ষার কোনো ডিভাইস নেই। বেসরকারি ডায়াগনস্টিক  সেন্টার ও ক্লিনিকগুলোতেও রয়েছে এ ডিভাইসের সংকট। ইতিমধ্যে অনেকে বরিশাল গিয়ে ডেঙ্গু পরীক্ষা করিয়েছেন বলে জানা গেছে। ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার জানান, এ পর্যন্ত ভোলায় ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এদের প্রত্যেকেই ঢাকা থেকে জ্বর নিয়ে ভোলায় এসেছিলেন। সিভিল সার্জন জানান, ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য যে ডিভাইস প্রয়োজন সেটি ভোলা সদর হাসপাতলে নেই। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে হাসপাতালে প্রচুর ওষুধ রয়েছে। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকগুলোর মালিকরা জানান, ডেঙ্গু শনাক্ত করার ডিভাইস সংকট চলছে। হঠাৎ এর দাম বেড়ে গেছে। তা ছাড়া সহজে এগুলো পাওয়া যাচ্ছে না।

সর্বশেষ খবর