বুধবার, ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

গুজবে কান না দিয়ে সচেতন হওয়ার আহ্বান

প্রতিদিন ডেস্ক

ছেলেধরাসহ সব ধরনের গুজব প্রতিরোধ ও সাধারণ জনগণকে সচেতন করতে ঢাকার সাভারের আশুলিয়ায় র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। স্থানীয় শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সানা শামিনুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি বের হয়ে বাসস্ট্যান্ড ঘুরে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় পুলিশ সুপার সানা শামিনুর রহমান সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা গুজব ছড়ায়, তাদের ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এদিকে র‌্যাব-৮ এর সদস্যরা ভোলায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনামূলক সভার আয়োজন করে। ভোলা জিলা স্কুল এবং গার্লস স্কুলে গতকাল পৃথক সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন। তিনি বলেন, ‘একটি কুচক্রি মহল উদ্দেশ্যমূলকভাবে দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি বিনষ্ট করার জন্য গুজব ছড়াচ্ছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজের হলরুমে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গুজব প্রতিরোধে প্রচার কার্যক্রম শুরু করে নাসিরনগর থানা পুলিশ। বক্তারা বলেন, ‘শহর থেকে গ্রামে ছড়িয়েছে গুজব। গুজবে কান না দিয়ে সবাইকে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।

সর্বশেষ খবর