বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দুটি হত্যা মামলায় আটজনের ফাঁসি, যাবজ্জীবন ১০

কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দুটি হত্যা মামলায় আটজনের ফাঁসি, যাবজ্জীবন ১০

কুষ্টিয়ায় চাঞ্চল্যকর আওয়ামী লীগ কর্মী নূরুল ইসলাম হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদ- ও ছয়জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। এ ছাড়া আরও ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মশিয়ার রহমান গতকাল এ রায় দেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন- মতিয়ার রহমান, মাসুদ, পারভেজ, হাবিবুর রহমান হবি ও সরোয়ার হোসেন। যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে কবির হোসেন, ফজলুর রহমান, খালেকুজ্জামান ভুট্টো, মিজানুর রহমান রকি, আবদুস সালাম ও এনায়েত রহমানকে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ ডিসেম্বর মিরপুর উপজেলার আওয়ামী লীগ কর্মী নূরুল ইসলাম কামারডাঙ্গা থেকে পোড়াদহ বাজারে যাচ্ছিলেন। পথে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর অবস্থায় ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাতেই তিনি মারা যান। এদিকে চাঁপাইনবাবগঞ্জে দিনমজুর রাকিব ওরফে বাবু হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদ- ও নিহতের স্ত্রীসহ চারজনকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। একই সঙ্গে মৃত্যুদ- ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। ফাঁসির দ-প্রাপ্তরা হলেন- মেহরাব হোসেন ওরফে বাচ্চু, জামাল উদ্দীন, হযরত আলী। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- সাহেরা খাতুন, মোহবুল, মিটুল ও আসলাম।

মামলার এজাহারে জানা যায়, শিবগঞ্জ উপজেলার পরানপুর বলিহারপুর গ্রামের নাইমুল ইসলামের ছেলে রাকিব ওরফে বাবু ২০১৫ সালের ২৯ মার্চ রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন সকালে মহেশপুরের মহানন্দা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর