বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
বাসে আগুন দিয়ে হত্যা

আসামিদের মাল ক্রোক আদেশ ২২ সেপ্টেম্বর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানোর বিশেষ ক্ষমতা আইনের মামলায় পলাতক আসামিদের মাল ক্রোক আদেশ জারির তারিখ আগামী ২২ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। কুমিল্লার জেলা ও দায়রা জজ আলী আকবর বুধবার দুপুরে এ আদেশ দেন। এ মামলার অন্যতম আসামি বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতলে চিকিৎসাধীন থাকায় তিনি হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবীরা সময় প্রার্থনা করলে আদালত বেগম জিয়াসহ সব সময় প্রার্থনাকারী আসামির সময় মঞ্জুর করেন। খালেদা জিয়া এ মামলায় জামিনে আছেন। উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে পেট্রল বোমা ছুড়ে আগুন লাগিয়ে আট যাত্রী হত্যা ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহীম মামলা করেন। আসামি করা হয় খালেদা জিয়াসহ ৫৬ জনকে।

সর্বশেষ খবর