বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
নুসরাতকে পুড়িয়ে হত্যা

ম্যাজিস্ট্রেট বললেন নিয়ম মেনে আসামিদের জবানবন্দি নিয়েছি

ফেনী প্রতিনিধি

বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় পাঁচ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদের মধ্যে সাক্ষ্য দিয়েছেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। অন্য সাক্ষীরা হলেন পিংকু পোদ্দার, রোমানা আক্তার, নজরুল ইসলাম ও আবদুল বাদী। তবে সাক্ষ্য দেওয়ার পর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেনননি। গতকাল ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ করা হয়। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তার সাক্ষ্যে বলেন, ‘আমি যথাযথ নিয়মকানুন মেনে সাতজন আসামির ১৬৪ ধারায় জবানবন্দি নিয়েছি।’ এ পর্যন্ত এ মামলায় ৬৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে নুসরাতকে ডেকে পাশের ভবনের তিনতলার ছাদে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। ১০ এপ্রিল রাত ঢাকা মেডিকেলে নুসরাত মৃত্যুবরণ করেন।

সর্বশেষ খবর