বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
সিরিজ বোমা হামলা

ফরিদপুরে ৯ জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি

সারা দেশে সিরিজ বোমা হামলার মামলার ঘটনায় ফরিদপুরে ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে জেলার বিশেষ আদালত। গতকাল দুপুরে বিচারক মতিয়ার রহমান আট আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারদন্ডের আদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আমির সোহেল, মাসুম বিল্লা, রায়হান মোল্লা, মুর্তজা, আবদুল গফফার, আমির হোসেন, তোফাজ্জেল হোসেন, খলিলুর রহমান ও আব্দুর রউফ। আসামিদের মধ্যে মুর্তজা পলাতক রয়েছেন। খালাস পেয়েছেন পাঁচজন।

 রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম রব্বানী বাবু মৃধা বলেন, সব আসামির সাজা না হওয়ায় রাষ্ট্রপক্ষ আপিলের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে দেশের অন্যান্য স্থানের মতো ফরিদপুর শহরের আটটি গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণ হয়। এ ঘটনায় ওই দিনই কোতোয়ালি থানায় পুলিশ মামলা করে।

সর্বশেষ খবর