শিরোনাম
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

গাজীপুরে ৩৬ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত ১৬০

হাসপাতালে ভর্তি ৮৭ জন

গাজীপুর প্রতিনিধি

মহানগরীসহ পাশের এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। বুধবার বিকাল ৫টা পর্যন্ত গত ৩৬ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৬০ জন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। ভর্তি রয়েছেন ৮৭ জন। হাসপাতালের মেঝে ওয়ার্ড, বারান্দা, এমনকি ট্রলি উঠানোর সিঁড়িতেও ডায়রিয়া রোগীতে ঠাসা। বাড়তি চাপ সামলাতে ব্যস্ত চিকিৎসক-নার্সরা। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলোর মধ্যে ডায়রিয়াও রয়েছে। তাই ডেঙ্গুর পাশাপাশি ডায়রিয়া ছড়িয়ে পড়ায় নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রণয় ভূষণ জানান, পাতলা পায়খানার সঙ্গে বমি নিয়ে বিভিন্ন এলাকা থেকে রোগীরা হাসপাতালে আসতে থাকে। মঙ্গলবার বিকাল পর্যন্ত ৭৬ জন ভর্তি হয়েছিলেন। বুধবার বিকাল পর্যন্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হাসপাতালের পরিচালক ডা. আমীর হোসাইন রাহাত জানান, অস্বাভাবিক হারে রোগটি ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক ব্যাধি বিভাগকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর