শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

পাহাড়ে ম্যালেরিয়া আতঙ্ক আছে ডেঙ্গু নিয়েও শঙ্কা

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

পাহাড়ে ম্যালেরিয়া আতঙ্ক আছে ডেঙ্গু নিয়েও শঙ্কা

পার্বত্য জেলা রাঙামাটিতে এ পর্যন্ত ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। পাহাড়ে ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করলেও এ অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে মশাবাহিত আরেক রোগ ম্যালেরিয়া। রাঙামাটিতে ব্যাপক হারে বাড়ছে ম্যালেরিয়া রোগী। চিকিৎসকরা বলছেন, ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেশি হলেও এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি। ডেঙ্গু নিয়েও আতঙ্কিত না হওয়ার পরার্মশ দেন সংশ্লিষ্টদের। রাঙামাটি স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সারা দেশে যখন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে তখন পাহাড়ে প্রকট রূপ নিয়েছে ম্যালেরিয়া। দিন দিন এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল ও বিলাইছড়ি উপজেলায়। চলতি বছরের জুন ও জুলাই মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৫৫ জন। রাঙামাটি সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার বলেন, রাঙামাটিতে প্রতি বছর ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যায়। চলতি বছরও কয়েকটি উপজেলার মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। ২০১৬ সালে রাঙামাটিতে ম্যালেরিয়া রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ৬২৪ জন। ২০১৭ সালে ৮ হাজার ২৮৭ এবং ২০১৮ সালে ছিল তিন হাজার ১৪ জন। চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ম্যালেরিয়ার আক্রান্ত এক হাজার ২৮৮ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনো ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ম্যালেরিয়া রোগীর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা-উপজেলায় গঠন করা হয়েছে চিকিৎসকের বিশেষ টিম। একই থেকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে ডেঙ্গু রোগীদেরও। রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর বলেন, রাঙামাটিতে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে দুজন ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছিলেন। অভিযোগ আছে, রাঙামাটি জেনারেল হাসপাতালে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগীদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট খোলা হয়নি। সাধারণ রোগীদের সঙ্গে দেওয়া হচ্ছে তাদের চিকিৎসাসেবা।

সর্বশেষ খবর