শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই রোগী

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপার ৫০ শয্যার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার শত শত রোগী চিকিৎসাসেবা নেন। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রয়েছেন মাত্র ৫ জন চিকিৎসক ও কয়েকজন সেবিকা। সেখানে নেই কোনো ল্যাব ও টেকনিশিয়ান। এক্স-রে, ইসিজি মেশিন অকেজো পড়ে আছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার জন্য নির্ভর করতে হয় ব্যক্তি মালিকানাধীন ক্লিনিকের রিপোর্টের ওপর। সরেজমিন দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নাঘরে রোগীর জন্য নোংরা পরিবেশে রান্না চলছে। হাসপাতালের চারপাশে আবর্জনার স্তূপ। গর্তে জমে আছে ময়লা পানি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিরুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি, ল্যাব এবং টেকনিশিয়ান নেই। এক্স-রে মেশিন থাকলেও তা নষ্ট হয়ে পড়ে আছে।

সর্বশেষ খবর