শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি’

প্রতিদিন ডেস্ক

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি, মশক নিধনে কাজ করি’ এই স্লোগান নিয়ে গতকাল বিভিন্ন স্থানে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এ সময় বক্তারা ডেঙ্গু থেকে বাঁচতে মশা নিধন ও মশার বংশ বিস্তার রোধে বাড়ির চার পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। প্রতিনিধিদের খবর- বরিশাল : সকালে জিলা স্কুল ভবন ও এর আশপাশের এলাকায় মশক নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এ সময় প্রশান্ত কুমার দাস, সুব্রত বিশ্বাস, বিশ্বনাথ সাহাসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জ : বাহুবল উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে পরিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত চলে এ পরিচ্ছন্নতা কার্যক্রম। অভিযানে নেতৃত্ব দেওয়া ইউএনও আয়েশা হক বলেন, এখন থেকে নিয়মিতভাবে এই অভিযান পরিচালনা করা হবে। মানিকগঞ্জ : ডেঙ্গু, ছেলেধরা ও মাদকাসক্ত বিষয়ে গণসচেতনামূলক আলোচনা সভা গতকাল সদর উপজেলার মুলজান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভা শেষে বের হয় র‌্যালি। আক্তার উদ্দিন আহমেদ রাজার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, মামুন সরদার, ডা. সাদিকুর রহমান। বাগেরহাট : মোংলায় ডেঙ্গু আতঙ্কে গণসচেতনতা সৃষ্টি ও গুজবের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। দেশব্যাপী গুজব ছড়ানোর প্রতিবাদে বিকালে পৌর শহরের শেখ আ. হাই সড়কে এ মানববন্ধন করে আওয়ামী লীগ। বক্তব্য রাখেন সুনীল কুমার বিশ্বাস, ইব্রাহিম হোসেন, আবদুস সালাম, শেখ আ. রহমান।

ব্রাহ্মণবাড়িয়া : জেলা প্রেস ক্লাবের সামনে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবাসহ সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। প্রচারণাকালে ডা. শওকত হোসেন, দীপক চৌধুরী উপস্থিত ছিলেন। রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এডিস মশা ও ডেঙ্গু রোগ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বরাবরে এ দাবিতে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তারা চার দফা দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর