শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মাদারীপুরে ভাঙন কবলিত এলাকায় ত্রাণ বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ভাঙন কবলিত এলাকায় ত্রাণ বিতরণ

মাদারীপুরে ত্রাণ বিতরণ করছেন সরকারের মন্ত্রীরা -বাংলাদেশ প্রতিদিন

পদ্মা ও আড়িয়াল খাঁর ভয়াবহ নদী  ভাঙন কবলিত মাদারীপুরের শিবচর ও ফরিদপুরের সদরপুরের বিভিন্ন এলাকায় পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সরকারের মন্ত্রীরা। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত এসব এলাকা সরেজমিনে পরিদর্শনে আসেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী , ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরীসহ উভয় মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, পদ্মা ও আড়িয়াল খাঁয় আমার বড় স্কুল, মাদ্রাসা, ঘর-বাড়ি রাস্তা ভেঙে যাচ্ছে। এত বড় নদী ভাঙন প্রতিরোধে ব্যাপক পরিকল্পনা দরকার। পদ্মা ভাঙন প্রতিরোধে কাজ শুরু না করলে ভবিষ্যতে আমাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হবে।  পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ভাঙা ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভাঙন প্রতিরোধে একদিকে তিনি নদী শাসন করেন আরেক দিকে তিনি নদীতে ড্রেজিং করেন। আমরা বৃহত্তর ফরিদপুরকে ঘিরেই বড় ধরনের  প্রকল্প হাতে নেব। আমরা শিবচরকেও আর ভাঙতে দেব না। ১/২ দিনের মধ্যেই এখানে জিও ব্যাগ ডাম্পিং শুরু হবে। ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে কোনো দুর্যোগ মোকাবিলায় সক্ষম। আওয়ামী লীগ সরকার সাহসের সঙ্গে যে কোনো দুর্যোগ মোকাবিলা করে।

সর্বশেষ খবর