শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে

------ খেলাফত মজলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে খেলাফত মজলিশ। কুড়িগ্রামে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে সংগঠনের যুগ্ম-মহাসচিব শেখ গোলাম আসগর এ আহ্বান জানান। তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলের বন্যাদুর্গত এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। দূরবর্তী চরাঞ্চলের মানুষের কেউ খোঁজ নিচ্ছে না। এ অবস্থায় সমাজের সামর্থ্যবানদের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। কুড়িগ্রামের চিলমারীতে খেলাফত মজলিসের পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আবু সাইয়্যেদ, শবেবর রহমান, মাওলানা কাজী নূরুজ্জান, হাজী আবদুল করিম মিন্টু, আজীজ উল্লাহ আহমদী, মাওলানা শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মাওলানা আলাউদ্দিন প্রমুখ।

এছাড়া গতকাল গাইবান্ধা জেলার বিভিন্ন স্পটে খেলাফত মজলিসের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ খবর