শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দেড় মাস অপারেশন বন্ধ অন্য সেবায়ও হিমশিম

দিনাজপুর জেনারেল হাসপাতাল

দিনাজপুর প্রতিনিধি

দেড় মাস অপারেশন বন্ধ অন্য সেবায়ও হিমশিম

সার্জিক্যাল বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দিনাজপুরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রায় দেড় মাস ধরে বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন। প্রতিদিন অপারেশনের জন্য আসা রোগী ফিরে যাচ্ছেন। তাছাড়া হাসপাতালটিতে প্রয়োজনীয় ৫৮ চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন ২৩ জন। চিকিৎসক সংকটের কারণে সেবা দিতে হিমশিম অবস্থা।

হাসপাতালের আবাসিক ডাক্তার পারভেজ সোহেল রানা জানান, চিকিৎসক শিলা দিত্য শীল ও দ্বিজেন বর্মণ রোগীদের অপারেশন করতেন। দ্বিজেন বর্মণ সহকারী অধ্যাপক হিসেবে প্রমোশন পেয়ে এম আব্দুর রহিম মেডিকেলে চলে গেছেন। সার্জিক্যাল কনসাটেল শিলা দিত্য বর্তমানে কর্মরত আছেন বিরলে। ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাদ আলী জানান, প্রতিদিন জরুরি অপারেশনের রোগী, ভর্তি অপারেশনের রোগী, রুটিন অনুযায়ী অপারেশনের রোগীসহ মেজর-মাইনর অপারেশনের রোগীরা ফিরে যাচ্ছেন। যেখানে আগে গড়ে প্রতি মাসে কমপক্ষে ১৭৫টি অপারেশন হত। বর্তমানে সার্জিক্যাল বিশেষজ্ঞ না থাকার কারণে এক মাস ১০ দিন হলো একটিও অপারেশন করা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘বিষয়টি স্বাস্থ্য অধিদফতর-ঢাকা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়েছি। তারা চিকিৎসকের শূন্য পদ পূরণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত এখানে কোনো সার্জিক্যাল কনসালটেন্ট যোগদান করেনি।’ এক প্রশ্নের উত্তরে ডা. আহাদ আলী জানান, এ হাসপাতালে হৃদরোগের সিনিয়ার কনসালটেন্ট, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, নাক-কান-গলা বিশেষজ্ঞ, অবস বিশেষজ্ঞ ছাড়াও পদের বিপরীতে ৩৪ জন চিকিৎসক কম আছেন। কর্মরতরা রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

সর্বশেষ খবর