শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঈদ ঘিরে প্রস্তুত হচ্ছে ট্রেনের বাড়তি ৪০ বগি

নীলফামারী প্রতিনিধি

আসন্ন ঈদুল আজহায় যাত্রীসেবা সহজ করতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ট্রেনের ৪০টি বগির মেরামত কাজ চলছে। ইতিমধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হয়েছে ২০টি। বাকি ২০টি বগি ঈদের আগেই হস্তান্তর করা হবে। রেলওয়ে কারখানার ক্যারেজ শপের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘ঈদের আগে রেলবহরে বগির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে মেরামত কাজ চলছে। ট্রাফিক বিভাগের ডিপোয় রাখা অচল বগি কারাখান এনে মেরামতের মাধ্যমে সচল করা হচ্ছে। এসব বগি রেলবহরে যুক্ত হওয়ার পর ঈদের আগে ও পরে অতিরিক্ত ৬০ হাজার যাত্রী গন্তব্যে পৌঁছানোর সুযোগ পাবেন। সেয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) জয়দুল ইসলাম বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে বগিগুলো রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’

সর্বশেষ খবর