শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মাদকের বিরুদ্ধে সচেতন করতে হবে

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ  ইকবালুর রহিম এমপি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ফজরের নামাজের সময় কতিপয় বিপদগামী সৈনিক নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। হত্যার বিচারও বন্ধ করে দেওয়া হয়েছিল। কোরআন ও হাদিসের কোনো স্থানে আছে হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, কোরআন হাদিসের আলোকে  হত্যা, অগ্নি সংযোগ, মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বোঝাতে হবে। গতকাল দুপুরে হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম ও আলেমদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. রাজিউর রহমান, কাজেম উদ্দীন, মো. ইমদাদ সরকার, বিশ্বজিৎ ঘোষ কাঞ্জন, মাওলানা মো. মতিউর রহমান কাসেমী, আলহাজ শামসুল হক কাসেমী, রফিকুল্লাহ           মাজাহারি প্রমুখ।

সর্বশেষ খবর