শিরোনাম
শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

অপহৃত দুই বন্ধুকে ৩ দিন পর উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দুই বন্ধুকে অপহরণের তিন দিন পর গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। উদ্ধারকৃত যুবকরা হলো ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ওমর ফারুক (২৪) ও পাপন মিয়া (২৪)। তারা হলো- নাসিরনগরের সোহেল মিয়া (৪০), মন্তাজ মিয়া (৪২), জুলহাস মিয়া (৪২) ও অষ্টগ্রামের আবদুর রাজ্জাক টিটু (৩৫)।  পুলিশ জানায়, ফারুক ও তার বন্ধু পাপন স্পিটবোটে কিশোরগঞ্জের নাসিরনগর উপজেলার চাতলপাড়ে ঘুরতে যান। এ সময় সশস্ত্র অপহরণকারীরা তাদের গতিরোধ করে একটি নৌকায় তুলে নেয়।

পরে অপহরণকারীরা তাদের স্বজনদের কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেলে তাদের হত্যা করার হুমকি দেয় অপহরণকারীরা। এ ঘটনায় ফারুকের বাবা মোশারফ হোসেন নাসিরনগর থানায় অভিযোগ করেন। পরে পুলিশ নাসিরপুর নৌকা ঘাট থেকে মন্তাজকে আটক করে। তার দেওয়া তথ্য মতে লঙ্গন নদীতে একটি নৌকা থেকে অপহৃতদের উদ্ধার এবং বাকি অপহরণকারীদের আটক করে পুলিশ। এ সময় অপহরণকারীদের কাছ থেকে একটি রক্তমাখা চাকু, ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ফারুক ও পাপনকে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নাসিরনগর থানায় পৃথক দুটি মামলা করা হয়।

সর্বশেষ খবর