শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের স্মরণ

শোকাবহ আগস্ট

প্রতিদিন ডেস্ক

মোমবাতি প্রজ্বলন ও রক্তদানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। বরিশাল : বুধবার রাত ১২টা ১মিনিটে নগরীর সদর রোডের বিবির পুকুর পাড়ে আলোক প্রজ্বলনের আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। পরে দলীয় কার্যালয়ের সামনে ১৫ আগস্টের শহীদদের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, একেএম জাহাঙ্গীর, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ প্রমুখ। বগুড়া : রাত ১২টা ১ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, সাজেদুর রহমান সাহীন প্রমুখ। এছাড়া, দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে শহরের শোক র‌্যালি বের হয়। উপস্থিত ছিলেন শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু প্রমুখ। মাগুরা : জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে শোক র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। সভায় বক্তৃতা করেন সাইফুজ্জামান শিখর এমপি, বীরেন শিকদার এমপি প্রমুখ। ভোলা : সকালে অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন সহকারী মহাপরিচালক হুমায়ুন কবির। উস্থিত ছিলেন, পঙ্কজ কুমার নাথ, ফরিদ উদ্দিন খান, মনিরুজ্জামান প্রমুখ। নাটোর : নাটোরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন- নাটোর পৌরমেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ। এছাড়া অগ্রণী ব্যাংক নাটোর অঞ্চলের উদ্যোগে নাটোর সদর হাসপাতালে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া : জেলা আওয়ামী লীগ পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে। উদ্বোধন করেন আল মামুন সরকার। উপস্থিত ছিলেন পৌরমেয়র নায়ার কবীর, মুজিবুর রহমান বাবুল। চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুরে র‌্যালি বের করে নৌকা সমর্থক গোষ্ঠি। উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তৃতা করেন সাবেক এমপি জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান হুমায়ূন রেজা প্রমুখ।

নবাবগঞ্জ-দোহার : ঢাকার নবাবগঞ্জ উপজেলা ও দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীদের উদ্যোগে সকালে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ খবর