শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বিধি লঙ্ঘন করে চার শিক্ষক নিয়োগ!

নাটোর প্রতিনিধি

নাটোরের আহমেদপুর এমএইচ উচ্চ বিদ্যালয়ে সরকারি বিধি লঙ্ঘন করে চার শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। ২০১৫ সালের আগে ‘গোপনে’ নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হলেও সম্প্রতি তা জানাজানি হয়। এ বিষয়ে শিক্ষা অধিদফরের মহাপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় দুই জনপ্রতিনিধি। অভিযোগে বলা হয়, ২০১৫ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া চলে যায় এনটিআরসিএ’র অধীনে। ওই সময়ে পেছনের তারিখের এক ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে চার শিক্ষক নিয়োগ দেয় আহমেদপুর এমএইচ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। ওই চার শিক্ষককে নিয়োগের সময় স্কুলের প্রধান শিক্ষক ছিলেন শুধাংসু সরকার। ২০১৮ সালের জুনে তিনি অবসরে যান। এরপর রবিউল ইসলাম নামে একজন প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তার মৃত্যুর পর চলতি বছরের ১৪ জুন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকবর আলী প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর পর দিন ১৫ জুন ৪ বছর অনুপস্থিত থাকার পর চারজন শিক্ষক বিদ্যালয়ে আসা শুরু করেন। ওই চার শিক্ষকের কিভাবে নিয়োগ হলো, কেন দীর্ঘ বছর পর বিদ্যালয়ে আসা? এমন প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেননি শিক্ষক সীমা রানী, বিজয় কুমার, রেবেকা সুলতানা ও মৌসুমী নিগার। নিয়োগের বিষয়ে কথা বলতে তারা অপারগতা প্রকাশ করেন। তাদের নিয়োগ সংক্রান্ত কোনো কাগজপত্র বিদ্যালয়ে নেই বলে জানান বর্তমান প্রধান শিক্ষক। জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ জানান, তদন্ত করে অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর