শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বেহাল রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

বেহাল রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক

রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক -বাংলাদেশ প্রতিদিন

রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ৬ কিলোমিটার রাস্তা বেহাল। সড়কটি দিয়ে গাড়ি চালানো দূরের কথা, হাঁটাই দায়। সংশ্লিষ্টদের নজরদারির অভাবে ঠিকাদার কাজ সময়মতো শেষ করেননি বলে অভিযোগ উঠেছে। ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এ অবস্থায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অন্যদিকে সড়কটির বেহালদশা নিয়ে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল চরম ক্ষুব্ধ। লক্ষ্মীপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত বলেন, ‘লিখিত অনুমতি না পাওয়ায় শুষ্ক মৌসুমে আঞ্চলিক মহাসড়কের ৬ কিলোমিটারের বুনিয়াদি স্তরের কাজ শুরু করা সম্ভব হয়নি। ঠিকাদার এখন অনুমতি পেয়েছেন। বৃষ্টির কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি কমে গেলে কাজ শুরু হবে।’ লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল বলেন, ‘ঠিকাদার ইচ্ছামতো কাজ করায় সড়কটির অবস্থা খুবই বেহাল। এতে প্রতিদিন চলাচলকারীদের চরম কষ্ট পোহাতে হয়। জনগুরুত্বপূর্ণ এই ৬ কিলোমিটার সড়কটির কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর