শিরোনাম
শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ব্রিজ আছে, সংযোগ রাস্তা নেই

দিনাজপুর প্রতিনিধি

ব্রিজ আছে, সংযোগ রাস্তা নেই

সংযোগ রাস্তা ছাড়া সেতু -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরে একটি জোড়া ব্রিজ নির্মাণ শেষে উদ্বোধনের আগেই গতবারের বন্যায় ভেঙে গেছে। দুই বছর পার হলেও ওই অবস্থায় ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে।

জোড়া ব্রিজটি দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের হারগা গ্রামে। এতে ভোগান্তিতে পড়েছে সুন্দরবন ইউনিয়নসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ। ব্রিজটি সংযোগ স্থাপন করেছে দিনাজপুর সদর উপজেলার সঙ্গে কাহারোল উপজেলার কয়েক গ্রামের। দুই বছর পার হলেও মেরামত হয়নি ব্রিজটির। তবে ওই স্থানে নতুন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ব্রিজটি নির্মাণ করবে বলে জানান দিনাজপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আলতাফ হোসেন। সুন্দরবন ইউপি চেয়ারম্যান অশোক কুমার রায় জানান, ‘ব্রিজটি উদ্বোধনের আগেই বন্যার পানিতে বসে যায় এবং সংযোগস্থলের মাটি সরে যায়। তার পর থেকে ওই অবস্থায় পড়ে আছে। ব্রিজটির অভাবে দুই পাশের হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।’

দিনাজপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আলতাফ হোসেন জানান, ‘ব্রিজটি ২০১৫-১৬ অর্থবছরের জুনে শেষ করা হয়েছিল। কাজ শেষ করার পর এ অঞ্চলে প্রবল বন্যার কারণে ব্রিজটি বসে গিয়ে ভেঙে যায়।’

সর্বশেষ খবর