শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলা সেতুর পাশে ময়লা-আবর্জনার স্তূপ করে রাখা হয়েছে। পৌর কর্তৃপক্ষ মহাসড়কের পাশে এসব ময়লা-আবর্জনা ফেলায় বাসযাত্রী ও পথচারীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন যাবৎ মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলায় স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে পরিবেশ অধিদফতর পৌরসভাকে একাধিকবার চিঠি দিয়েছে। ওই চিঠিতে ময়লা না ফেলতে ও পাশের খালে ফেলা ময়লা সরিয়ে এনে পূর্বের রূপে ফিরিয়ে আনতে বলা হয়।

এই চিঠি পাওয়ার পর কিছুদিন ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ছিল। এরপর আবার শুরু হয় পৌরসভার বর্জ্য ফেলা।

পৌর এলাকার প্রায় ২৬ হাজার আবাসিক ও শিল্প আবাসিকের আবর্জনা ফেলার নিজস্ব ডাম্পিং পয়েন্ট থাকলেও দীর্ঘদিন ধরেই এসব বর্জ্য ফেলা হচ্ছে। এসব ময়লা-আবর্জনা ফুটপাথ, বাসাবাড়ি পেরিয়ে এখন মহাসড়কের পাশে। স্থানীয় শিক্ষার্থী ও পথচারীরা বাধ্য হয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলাচল করছে।

পৌর মেয়র মিসেস নায়ার বলেন, পৌরসভার ছয়বাড়িয়ায় তিন একর জায়গায় ময়লা শোধনাগারের কাজ শুরু হলেই আমাদের আর দুর্ভোগ থাকবে না। এখানে রাখা ছাড়া আর কোনো ব্যবস্থা আপাতত আমাদের কাছে নেই। এখানে অল্প সময়ের জন্য রাখা হয় পরে ট্রাকে করে নিয়ে অন্যত্র ফেলা হচ্ছে।

সর্বশেষ খবর