রবিবার, ৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কুষ্টিয়ায় বিচারের অপেক্ষায় ৬ শতাধিক মাদক মামলা

গঠন হয়নি বিশেষ ট্রাইব্যুনাল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন না হওয়ায় নিষ্পত্তি হচ্ছে না বহু মামলা। বিচার কাজ শুরু না হওয়ায় কারাগারের বাইরে থাকা আসামিরা নতুন করে মাদক কারবারে জড়িয়ে পড়ার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন নাগরিক সমাজ।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের আগে হওয়া মাদক মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক মাসে চাঞ্চল্যকর কিছু মাদক মামলার রায় হয়েছে। কিন্তু ২০১৮ সালের পর হওয়া মামলাগুলোর বিচারকাজ শুরু করা যাচ্ছে না। এসব মামলার বিচারকাজ ২০১৮ সালে পাস হওয়া মাদক আইনে বিশেষ ট্রাইব্যুনালে করতে হবে। এদিকে এ ট্রাইব্যুনাল কবে গঠন হবে তা কেউ বলতে পারছে না। এতে আদালতে মাদক মামলার জট সৃষ্টি হয়েছে। গত ৬ মাসেই দায়ের হওয়া বিপুল পরিমাণ মামলা পড়ে আছে। এ সময়ের ৬৬৪টি মামলার মধ্যে ইতিমধ্যে ৫২০টির অভিযোগপত্র আদালতে দেওয়া হয়েছে। ১৪১টি মামলা তদন্তনাধীন। এসব মামলায় গ্রেফতার ৭১৮ আসামি জামিনে আছেন। ১৩৯ জন আছেন কারাগারে। পলাতক ৩২ জন। জেলা সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম টুকু বলেন, ‘মামলার বিচারকাজ দেরি হলে মাদক ব্যবসায়ীদের সুবিধা। তারা এখন জামিনে আছেন। এ সুযোগে আবার নতুন করে ব্যবসায় জড়িয়ে পড়তে পারেন। আবার সাজা হওয়ার হওয়ার ভয়ে পালিয়েও যেতে পারেন। তাই দেরি না করে দ্রুত এসব মামলা শেষ করতে হবে।’ কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, ‘পুরাতন আইনে হওয়া মামলার রায় হচ্ছে প্রতিনিয়ত। গত ৬ মাসে যেসব মামলা থানায় হয়েছে তার বেশির ভাগেরই অভিযোগপত্র দেওয়া হয়েছে। আমাদের সব অফিসার নির্দিষ্ট সময়ের আগে অভিযোগপত্র দিচ্ছে। তবে ট্রাইব্যুনাল গঠন না হওয়ায় মামলা নিষ্পত্তি হচ্ছে না।’ কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, ‘২০১৮ সালের নতুন মাদক আইনের মামলাগুলোর বিচারকাজ বন্ধ আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মাদক মামলা নিষ্পত্তি করার জন্য প্রতি জেলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া চলছে। ট্রাইব্যুনাল গঠনের পর আইন মন্ত্রণালয় থেকে বিচারক নিয়োগ দেওয়া হবে।’ তিনি বলেন দ্রুত ট্রাইব্যুনাল হওয়া দরকার। না হলে মামলা জট বাড়বে।’

সর্বশেষ খবর